প্রয়াত বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবী

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। আজ সকাল ছ'টা নাগাদ হৃদরোগে হয়ে তার নিজের বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৩৫ সালে তার জন্ম হয়। তিনি যখন প্রথম থিয়েটার করেন, তখন তার বয়স মাত্র সাত বছর। সুপ্রিয়া দেবী প্রায় পাঁচ দশক ধরে অভিনয় করেছেন। একদিকে যেমন উত্তম কুমারের মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে বাণিজ্য সফল ছবি উপহার দিয়েছেন, তেমনি ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' র মতো ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন। 'দেবদাস', 'দুই পুরুষ' প্রভৃতি সিনেমায় তাহার উপস্থিতি উজ্জ্বল হয়ে রয়েছে বাঙালি দর্শকদের কাছে। তিনি 'পদ্মশ্রী', 'বঙ্গ বিভূষণ', 'ফিল্মফেয়ার' - সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।


সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

 
প্রয়াত বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবী Rating: 4.5 Diposkan Oleh: Binodon Zogot

No comments:

Post a Comment